রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড.সরোয়ার অালম রাবি প্রশাসনের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন, এছাড়াও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মু. আরিফুল রহমান সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন।
অধ্যাপক ড. লুৎফর রহমন বলেন, আজ দুপুরে সদ্য নিয়োগপ্রাপ্ত দুই সহকারী প্রক্টর তাদের দায়িত্বভার গ্রহন করেন। প্রশাসন থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা তাদের দায়িত্বে বহাল থাকবেন।
বর্তমানে তারা দুজন সহ মোট ১২ জন সহকারী প্রক্টর রয়েছে রাবি প্রশাসনে।
এদিকে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা তাদের শিক্ষক কে সহকারী প্রক্টর হিসেবে দেখতে পেরে অানোন্দিত , তারা স্যারকে বিভিন্ন ভাবে শুভেচ্ছা জানানোর চেষ্টা করছেন।