বাংলাদেশ একাদশের দেয়া ২০৮ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটের খরচায় ১৪৭ রানে থেমে গেছে ওমান এ-দলের রানের চাকা।
একমাত্র প্রস্তুতি ম্যাচে ওমান এ-দলের বিপক্ষে ৬০ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ একাদশ। টাইগারদের দেয়া ২০৮ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটের খরচায় ১৪৭ রানে থেমে গেছে স্বাগতিকদের রানের চাকা।
পাহাড়সম লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওমানের শিবিরে আঘাত হানেন নাসুম আহমেদ। দলীয় স্কোরে রান যোগ করার আগেই এই স্পিনারের শিকার হয়ে সাজঘরে ফিরতে হয় ওপেনার অক্ষয় প্যাটেলকে।
পরের ওভারেই লিটন দাসের তালুবন্দি হয়ে ফিরে যান আরেক ওপেনার প্রুথিবকুমার মাচ্ছি। শেষ পর্যন্ত ১৪৭ রানে থামতে হয় তাদের। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম তিনটি ও সাইফুদ্দিন দুটি উইকেট নেন।
এর আগে ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় স্বাগতিকরা।
ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখের ব্যাটে দুর্দান্ত শুরু করে টাইগাররা।