করোনার থাবায় দেশের স্থবির শিক্ষা ব্যবস্থায় এবার গতি এসেছে। শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় কলেজ খোলা। চাকরির পরীক্ষাসহ দেওয়া হচ্ছে বিভিন্ন পাবলিক পরীক্ষার তারিখ ঘোষণা। এবার এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ সোমবার (১১ অক্টোবর) চলতি বছরের পরীক্ষার এই তালিকা প্রকাশ করা হয় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে।
জানা গেছে, এবারের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ১৪ নভেম্বর থেকে শুরু হবে। এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর।