“জঙ্গিবাদী-তালেবানি রাজনীতি ও সাংস্কৃতি রুখো, মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুর্নজাগরণ সংঘটিত করো, দুর্নীতি লুটপাট গুন্ডাতন্ত্র রুখো, শোষন-বাঞ্চনা বৈষম্যের অবসান করো, সমাজতন্ত্রের পথ ধরো” এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
৩১ শে অক্টোবর রবিবার, সকালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কুষ্টিয়া জেলা শাখার উদ্দোগে পৌরসভার সামনে থেকে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একতারা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক অসীত সিংহ রায়, প্রচার সম্পাদক কারশেদ আলম, জাসদ নেতা বাহাদুর শেখসহ জেলা-উপজেলা ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।