অবশেষে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের ছোট সংস্করণের বিশ্বকাপ টি-টোয়েন্টি। করোনা মহামারীতে দুই দেশ ঘুরে এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ওমানেও হবে কয়েকটি ম্যাচ। বাংলাদেশের মাঠের লড়াই শুরু হবে আজ।
দলের প্রাণ ভোমরা সাবিকও এরইমধ্যে যোগদান করেছে টাইগার শিবিরে। তাই বাংলাদেশের ক্রীড়াপ্রেমিদের জন্য আজ আনন্দের দিন। টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে রাত আটটায়, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এছাড়াও আজ টিভিতে আরও যা থাকছে
ক্রিকেট————
টি-২০ বিশ্বকাপ
ওমান-পাপুয়া নিউগিনি, সরাসরি, বিকাল ৪টা
বাংলাদেশ-স্কটল্যান্ড, সরাসরি, রাত ৮টা
জিটিভি, টি স্পোর্টস