সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এরইমধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লিখিত পরীক্ষা হয়েছে। এ কোম্পানিতে লোক নেওয়া হবে ৩০-৪০ জনের মতো। এ কজনের পদে পরীক্ষা দিয়েছেন প্রায় ৫০ হাজার চাকরি প্রার্থী। যা অনেকের কাছে দেশে বেকারত্ব বাড়ার ফল বলে মনে করছেন।
আজ শুক্রবার (০৮ অক্টোবর) এ পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত। পরীক্ষা দিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে সামনে ভিড় করে চাকরি প্রার্থীরা।
আবু রায়হান নামে এক চাকরিপ্রার্থী বলেন, কেন্দ্রে এসে এতো মানুষের সমাগম দেখে অবাক লাগছে। কারো মধ্যে তেমন সেচেতনতা নেই। সারাদেশ থেকে প্রায় ৪৫-৫০ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে। তবে নিয়োগ হবে মাত্র ৩০-৪০ জন।