নান্দাইলে বসুন্ধরা গ্রুপের ব্যববস্থাপক পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টা পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৭নভেম্বর) সকাল ১১ টায় সম্মানিত সাংবাদিক বৃন্দ ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারী কলেজ গেইটে এ প্রতিবাদ সভা ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভা ও মানবন্ধনে আনভীরকে হত্যাচেষ্ঠা পরিকল্পনাকারী হুইপ শামছুল ও তার পুত্র শাহরুনকে গ্রফতারের দাবি জানান। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদল চন্দ্র দত্ত, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক ভূঁইয়া,নান্দাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এনামুল হক বাবুল,কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরায়েজী,প্রেসক্লাব নান্দাইলের দপ্তর সম্পাদক জালাল উদ্দিন মন্ডল,মানবাধিকার কর্মী সাইদুর রহমান সহ প্রমুখ।
এসময় নান্দাইলে কর্মব্যরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ সচেতন নাগরিক সমাজের ৩০-৩৫ জন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।