পৈলের প্রতিটি পারা মহল্লায় ও বাড়ি বাড়ি গিয়ে সৈয়দ মঈনুল হক আরিফ উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন। এসময় তিনি সবার কাছে দোয়া চান।গতকাল শনিবার দিনভর তিনি মানুষের সমস্যার কথা জানার পাশাপাশি চেয়ারম্যান নির্বাচিত হলে সেগুলো সমাধানের আশ্বাস দেন।
এসময় গণসংযোগ গ্রামের অনেক কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। গণসংযোগ ও পরামর্শ সভায় হাজার হাজার জন সমর্থক হন।
জানা যায়, ইউনিয়নে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান পৈলের একমাত্র রুপকার সৈয়দ আহমদুল হক (পৈলের সাব) উনার ছেলে সৈয়দ মঈনুল হক আরিফ। তিনি চেয়ারম্যান হিসাবে খুবই একজন শান্তি প্রিয় একজন ভাল মানুষ হিসাবে সবার কাছে পরিচিত। তিনি গরীব, দূখী, মেহনতি মানুষের দরদী নেতা। য়িনি রাতের আধারে ঘরে ঘরে খাদ্য পৌছে দেন, মানুষের ডাকে সারা দেন, যার কোন হিংসা নেই সাদা মনের মানুষ, এ রকম একজন মানুষ এলাকার মানুষ নির্বাচিত করতে চায়।