প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হোসেন আহমেদ এর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে অবস্থিত পুস্পদাম থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্ট এ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ফোরামের সভাপতি বাংলাদেশ ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক হারুনুর রশিদ,উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ফোরামের সাধারণ সম্পাদক মহি উদ্দিন ভুলু।
উপদেষ্টাবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.শামসুর রহমান, এডভোকেট হেলাল আমিন,আবদুল্লাহ আল জাবেদ,আবুল খায়ের মানিক,আবদুল গোফরান।
এছাড়াও বক্তব্য প্রধান করেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, ফোরামের সিনিয়র সহ-সভাপতি মাকসুদুর রহমান স্বপন, সহ-সভাপতি হারুনুর রশিদ,মিজানুর রহিম, সহ-সাধারণ সম্পাদক আবদুর রহিম মানু,সাংগঠনিক সম্পাদক ও চন্দ্রগনজ থানা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম রেজু,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম।
অনুষ্ঠানে বক্তারা মরহুম হোসেন আহমেদ এর স্মৃতি চারণ করেন এবং তাঁর মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন।দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফোরামের উপদেষ্টা দেলোয়ার হোসেন।
সভায় ফোরাম এবং বিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।