বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশ অনেক। বার বার সম্মেলন করেও পৃথিবীর শক্তিধর দেশগুলোকে এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায় না। বেশি ভুক্তভুগি দেশগুলো বার বার বলে আসলেও এই বিষয়ে কোন ফল আসছে না। এমন পরিস্থিতিতে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিয়ন্ত্রণ ও এ সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণে আয়োজিত কপ-২৬তম আসরে যোগ দিতে স্কটল্যান্ডে বৃহত্তম শহর গ্লাসগোর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গ্লাসগোতে কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ)-২৬তম সম্মেলনে যোগদান শেষে লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী।পরে সেখান থেকে দ্বিপাক্ষিক সফরে ফ্রান্স যাবেন তিনি।
আজ রবিবার সকাল (৩১ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২১০২ ভিভিআইপি ফ্লাইটে গ্লাসগোর উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
স্থানীয় সময় বিকেল পৌনে ৩টায় গ্লাসগোতে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সফরকালীন আবাসস্থলে যাবেন তিনি।