অস্ট্রিয়া প্রবাসী মইনুল হক মঈন বন্ধু সংগঠনকে নিয়ে আবেগময় কিছু কথা ব্যক্ত করেছেন তার নিজ ফেসবুক আইডিতে। কথাগুলো ছিল ‘ভাগ্নের বন্ধুরা স্বভাবতই বন্ধুর মামাকে মামা ডাকবে। এমনি এক মামা’র চার ভাগ্নে রয়েছে আর আমি সেই সৌভাগ্যবান মামা। এদের চার বন্ধুর বন্ধনটাও অটুট। এমন সুবন্ধনের নামই বোধ হয় বন্ধু। এই চার বন্ধু মিলে সমাজসেবার জন্য কিছু করার পরিকল্পনা করে গঠন করেছে ” বন্ধু ” সংগঠন এবং ইতিমধ্যে এই বন্ধু সংগঠন কুষ্টিয়াতে তাদের সামাজসেবার কাজ শুরু করেছে এবং ইতিবাচক সাড়াও পেয়েছে। আমি আমার সাধ্যমতো এই সংগঠনের সমাজসেবার কাজে কনট্রিবিউট করছি এবং করবো বলেও প্রতিশ্রুতি দিয়েছি। যারা আমার সাথে সাথে এই “বন্ধু” সংগঠনের সাথে এবং সমাজ সেবার কাজে সাহায্যের হাত বাড়াতে চান তাঁদের যোগাযোগ করতে অনুরোধ করছি। আসুন হাতে হাত রেখে সমাজের জন্য কিছু করি’। যোগাযোগ করুন mail address Facebook Link অস্ট্রিয়া প্রবাসী মইনুল হক মঈন বন্ধু সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য থেকে কাজ করে যাচ্ছেন সংগঠনের জন্য। তিনি ‘বন্ধু’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ইতালী প্রবাসী শেখ সুলতান আহমেদ টুকু, স্কটল্যান্ড প্রবাসী নাঈম মির্জা, রাশিয়া প্রবাসী ডিকেন শওকত ও ঢাকায় বসবাসরত বাদল মুস্তাফিজ। এই চারজন প্রতিষ্ঠাতার কথা বলেছেন, তারা চার জনই মইনুল হক মঈনের ভাগ্নে। ইতিমধ্যে বন্ধু সংগঠনটি কুষ্টিয়াতে ব্যাপক সাড়া পেয়েছে। আজ শুক্রবার কুষ্টিয়ার আঞ্চলিক প্রতিনিধিদের মাধ্যমে সুপেয় পানির জন্য বরাদ্দকৃত ৩ টি টিউবওয়েলের প্রথম টিউবওয়েলটি কুষ্টিয়া পৌর গোরস্থানের সম্মুখে স্থাপন করতে যাচ্ছে। এ বিষয়ে চারজন প্রতিষ্ঠাতা সকলের কাছে আহ্বান জানিয়েছেন। আগামীতে আরো সমাজসেবামুলক কর্মকাণ্ড যেন করতে পারি সে লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন