কওমি মাদরাসা শিক্ষাবোর্ড “বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ইসলামী শ্রমিক আন্দোলন।
শনিবার বিকেলে এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন এবং সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান ও সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান বলেন, বেফাকের নবগঠিত কমিটি কওমি ধারার স্বকীয়তা বজায় রেখে আরো সাফল্য বয়ে আনবে বলে আমরা আশাবাদী।
শনিবার বেফাকের আমেলা সদস্যদের ভোটে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আল্লামা মাহমুদুল হাসান দা.বা., সিনিয়র সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী দা.বা. এবং মহাসচিব মাওলানা মাহফুজুল হক দা.বা. নির্বাচিত হয়েছেন।