বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার ১১ নভেম্বর। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।
বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
হবিগঞ্জ মাধবপুর পৌর যুবলীগ উদ্যোগে এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেন।এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি বক্তব্য রাখেন মাধবপুর পৌর যুবলীগের আহ্বায়ক জনাব একরামুল আলম লেবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক নুরুল আলম রিপন, সুরঞ্জিত রায় শোভন,মোহন মিয়া, রাকেশ দাস, সঞ্চালনা করেন জনাব বদরুজ্জামান অলি,।
মাধবপুর পৌর ওয়ার্ড যুবলীগ নেতা কর্মীরা বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড সভাপতি মনির হোসেন সাধারণ সম্পাদক মনজুর মিয়া, আলাল হোসেন।২নং ওয়ার্ড সভাপতি রতন রায়,সাধারণ সম্পাদক সজীব বণিক,টুঠন রায়,৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বিকাশ দেবনাথ যুবলীগ নেতা মনির মিয়া। ৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রনি পাঠান ও তার নেতৃবৃন্দ, ৫ নং ওয়ার্ড সভাপতি সোহাগ দাশগুপ্ত,সাধারণ সম্পাদক টুটুল খান,৬ নং ওয়ার্ড সভাপতি নিতাই দাস। ৭ নং ওয়ার্ড সভাপতি সঞ্জয় রায়, ৮ নং ওয়ার্ড সভাপতি চাঁদ মুনিঋষি। ৯নং ওয়ার্ড সভাপতি নাহিদ হাসান,সাধারণ সম্পাদক নিখেশ দেবনাথ, সহ সভাপতি সাহিদ মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল মিয়া। ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রমূখ।