সময়ের শীতের অপেক্ষায় ছিলো মনে হয় প্রকৃতি। কিন্তু শীতই যেনো আসছিলো না। অবশেষে বাড়তে শুরু করেছে শীত। উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে শীত বেড়েছে। রাজধানীসহ বড় শহরগুলোতে শীত কয়েকদিনের অতিথি হলেো হিমালয়ের নিকটবর্তী হওয়ায় এ জেলার গ্রামীণসহ শহরের জনপদের মানুষদের একটু বেশিই কষ্ট সহ্য করতে হয়। ইতিমধ্যেই গ্রামীন জনপদ থেকে শহর আচ্ছন্ন হয়ে পড়েছে ঘন কুয়াশায়।
জানা গেছে, রাতে ও সকালে টুপটাপ করে ঝরছে শিশির। সকালে সূর্যের আলোকচ্ছটায় ধানের শিষে শিশিরের ফোটা ফোটা পানি যেন এক একটা মুক্তোদাসা। ঘন কুয়াশাচ্ছন্ন সকালই বলছে জেঁকে বসেছে শীত। জীবিকার সন্ধানে ঘর থেকে বের হওয়া মানুষ সাধ্য অনুযায়ী গায়ে জড়িয়ে নিয়েছেন গরম কাপড়। কারও কারও গরম কাপড় না থাকায় হালকা কাপড় পরে বেরিয়ে পড়েছেন কাজের সন্ধানে।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।