প্রথমেই মোস্তাফিজ আঘাত হানে ওয়েস্ট ইন্ডিজের উইকেটে। এক উইকেটের পতনের পর ওয়েস্ট ইন্ডিজ যখন ধুঁকছে সেই সুযোগে দুই উইকেট নিয়ে নেন মেহেদি।
নিজের দ্বিতীয় ওভারে বিধ্বংসী ক্রিস গেইল এবং এরপর নিজের তৃতীয় ওভারে আরেক ক্যারিবীয় ব্যাটিং দানব শিমরন হেটমায়ারকে বিদায় করলেন বাংলাদেশি স্পিনার মেহেদী হাসান।
কিন্তু দুই ক্যাচ মিস মিঠুনের স্টাম্পিং মিসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান নিকোলাস পুরান এর ২২ ফলে ৪০ রানের ইনিংস এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
শেষের দিকে শরিফুলের জোড়া আঘাতে ও থামাতে পারেনি ওয়েস্ট ইন্ডিয়ান দের। বিশ্বকাপের নতুন করে যোগ দেয়া হোল্ডারের তিন ৬ এবং রিটার্ডে যাওয়া পোলার্ডের শেষ ওভারে এক ৬ এগিয়ে যায় রান সংখ্যা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান।
বাংলাদেশকে জিততে হলে নিতে হবে ১৪৩ রান।