হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে আইয়ূষ কর্মকার (২)নামে এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত আইয়ূষ কর্মকার উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামের জহর লাল কর্মকারের ছেলে।
পরিবারের সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে আইয়ূষ কর্মকার ঘর থেকে বের হলে বাড়ীর পাশে থাকা পুকুরে পড়ে ডুবে মৃত্যু হয়। বাড়ীর লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে। পরে পুকুরে তার লাশ বাসতে দেখতে পায়।পরে বাড়ীর আত্মীয় স্বজন তাকে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ইউনিয়নের চেয়ারম্যান ফারুক পাঠান তিনি জানান, ছেলেটির মৃত্যুর খবরে আমি অবগত আছি। মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের বিট পুলিশং অফিসার এস আই মোঃ শামসুল আরেফিন তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।