বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

আনসার বাহিনীর পতাকাবাহী সাইক্লিং শোভাযাত্রাকে ফুলদিয়ে বরন ও ভোজন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এ বাহিনীর পতাকাবাহী সাইক্লিং দলের বর্ণাঢ্য শোভাযাত্রা যাত্রা গত ১লা ডিসেম্বর ২০২১ তারিখে পন্ঞগড় জেলা থেকে শুরু হয়ে দেশের বিভিন্ন জেলা শহর প্রদক্ষিণ করে ১২ই ডিসেম্বর ২০২১ তারিখে কক্সবাজারে সমাপনী হবে।

সাইক্লিং দলের শোভাযাত্রা দলটি আজ ৪ই ডিসেম্বর শনিবার সকালে পাবনা থেকে কুষ্টিয়া এসে পৌছালে জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে আনসার ক্যাম্পের ব্যাটালিয়ন সদস্যরা সাংবাদিকসহ সকলকে সুন্দর মনোরম পরিবেশে দুপুরের খাবার খেতে দেন। যাত্রা বিরতি শেষে শোভাযাত্রা দলটি ঝিনাইদহের উদ্দেশ্য কুষ্টিয়া ত্যাগ করে।

বাংলাদেশ আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম মহোদয়ের সদয় নির্দেশনা ও সিদ্ধান্তে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

 

 

 

 

 

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x