বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:১০ অপরাহ্ন

ইংল্যান্ডকে হারিয়ে যুব বিশ্বকাপে পঞ্চম শিরোপা ভারতের

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের ঘরে পঞ্চম শিরোপা তুলল ভারতের যুবারা। ফাইনালে দলটিকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ভারত। শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। দলীয় চার রানে রাভি কুমারের এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছাড়েন ওপেনার জ্যাকব ব্যাথেল। সেই থেকে শুরু। এরপর একে একে দুই অঙ্কের রান ছোঁয়ার আগেই মাঠ ছাড়েন অধিনায়ক টম প্রেস্ট, উইলিয়াম লাক্সটন ও জর্জ বেল।

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে স্থানীয় সময় শনিবার রাতের এ ম্যাচে ইংল্যান্ডের করা ১৮৯ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত।

৪৪.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৯ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেটের বড় জয় পায় ভারত। আর এর মধ্য দিয়ে অপরাজিত থেকেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ভারত।

ভারতের হয়ে রাজ বাওয়া নেন পাঁচটি উইকেট। রাভি কুমার নেন চারটি। আরেকটি উইকেট যায় কুশাল টাম্বের ঝুলিতে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x