মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

এবার বার্সেলোনার বিদায় ইউরোপা লিগ থেকে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

নিউজটি শেয়ার করুন

সময়টা খুব ভালো যাচ্ছে না অনেকটা তারকা শূন্য বার্সেলোনার। মেসি নেইমারসহ তাকরা খেলোয়াড়রা বিদায় নেওয়ার পর থেকেই যেনো কোন মতে টিকে আছে অর্জনের শীর্ষে থাকা দলটি। এবার বিদায় নিয়েছে ইউরোপা লিগ থেকেও!। দেখা যায়, গোটা ম্যাচ জুড়ে বল দখলে এগিয়ে থাকল বার্সেলোনা কিন্তু একের পর এক আক্রমণ করে গোল আদায় করে নিয়ে ম্যাচ জিতে নিল জার্মান ক্লাবটি। প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল ফ্রাঙ্কফুর্টকে নিয়ে গেল সেমিফাইনালে। শেষ দিকে বার্সেলোনার দুই গোল কোনো কাজে দেয়নি।

ন্যু ক্যাম্পে বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় দুই লেগের অগ্রগামীতায় ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে জার্মান ক্লাবটি।

পুরো ম্যাচে ৭৫ ভাগ বলের দখল ছিল বার্সেলোনার পায়ে। তবে প্রতিপক্ষের পোস্টে মোটে দশবার শট নিয়ে চার বার লক্ষ্যে রাখতে সক্ষম হয় স্বাগতিকরা। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে ঢের এগিয়ে ছিল ফ্রাঙ্কফুর্ট। ১৫ শটের সাতটি শট লক্ষ্যে রেখে তিনটি গোল আদায় করে জার্মান ক্লাবটি।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x