বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

এমপির আহ্বায়নে গৃহহীনের মাঝে নিজস্ব অর্থায়নে পাঁকা বাড়ি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের আহ্বায়নে মুজিববর্ষ উপলক্ষে কেশবপুর উপজেলার পাঁজিয়ায় গৃহহীনের মাঝে নিজস্ব অর্থায়নে ঘর নির্মাণ শুরু করলেন পাঁজিয়া ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিন।

জানাগেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মনোহরনগর পাথরঘাটা গ্রামের মৃত ওহেদ আলী সরদারের পূত্র রফিকুল ইসলাম সরদার একটি ঘরের অভাবে স্ত্রী ও দুই সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন।

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের আহ্বায়নে পাঁজিয়া ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিন মুজিববর্ষ উপলক্ষে তাঁর নিজস্ব অর্থায়নে রফিকুল ইসলাম সরদারকে একটি পাঁকা বাড়ি নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে উক্ত পাঁকা বাড়ি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন পাঁজিয়া ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, যুগ্ম-সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম-আহ্বায়ক হাদিউজ্জামান, পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম-আহ্বায়ক জাহিদুর রহমান রুবেল, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ডালিম বিশ্বাস, জসিম উদ্দিন, আব্দুর রাজ্জাক, ছাত্রলীগনেতা ইমরান হোসেন, রাজু আহম্মেদ, বুরহান উদ্দিন, বিল্লাল হোসেন, শাহিনুর রহমান, টিটো প্রমুখ।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x