শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:১০ অপরাহ্ন

কেএমপির নব-নিযুক্ত পুলিশ কমিশনারকে শুভেচ্ছা জানালেন খুবি উপাচার্য

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

নিউজটি শেয়ার করুন

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর সদ্যনিযুক্ত হওয়া পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোহাম্মদ ফায়েক উজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। গত ১৫ই অক্টোবর সন্ধ্যা সাতটায় উপাচার্যের বাসভবনস্থ কার্যালয়ে নব-নিযুক্ত পুলিশ কমিশনারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানান খুবি উপাচার্য।

সৌজন্য সাক্ষাৎকালে মোঃ মাসুদুর রহমানকে একটি ক্রেস্ট উপহার দিয়ে তাঁর কর্মকালের সাফল্য কামনা করেন উপাচার্য ডঃ মোহাম্মদ ফায়েক উজ্জামান। এসময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এস. এম. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এ এন্ড ও) সরদার রকিবুল ইসলাম এবং ডিসি (দক্ষিণ) শাকিলুর জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। একইসাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যোগ দিয়েছিলেন নব-নিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান গোলাম কুদ্দুস এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমন।

এছাড়াও সাক্ষাৎকালীন সময়ে উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নব-নিযুক্ত পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভুঞা। কেএমপির দায়িত্ব পালনকালীন সময়ে উপাচার্যের সহযোগীতাও আশা করেন তিনি।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x