মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

গুচ্ছের ক ইউনিটের ফলাফল প্রকাশ, পাশ হার ৫৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

নিউজটি শেয়ার করুন

২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ২২ বিশ্ববিদ্যালয় এর বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিট (বিজ্ঞান ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৫৫ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। বৃহস্পতিবার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। সমন্বিত ভর্তি পরীক্ষার আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, এবার গুচ্ছ পদ্ধতিতে বিজ্ঞান অনুষদে মোট আবেদন পড়ে এক লাখ ৬১ হাজার ৭৬৭ জন । তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এক ৫৩ হাজার ৮৪৪ জন শিক্ষার্থী। এই ইউনিটে পাশের হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ। এ পরীক্ষায় সুমাইয়া রহমান ও সুমাইয়া বিনতে সর্বোচ্চ ৮৭ দশমিক ৫০ শতাংশ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছে।

ইমদাদুল হক আরো জানান, পরীক্ষায় ৮০ নম্বরের উপরে পেয়েছে ৫০ জন, ৭০ নম্বরের উপরে পেয়েছে এক হাজার ৬২১ জন, ৬০ নম্বরের উপরে পেয়েছে ১০ হাজার ৩৪৬ জন, ৫০ নম্বরের উপরে পেয়েছে ২৯ হাজার ২২২ জন, ৪০ নম্বরের উপরে পেয়েছে ৫৪ হাজার ৯৭৩ জন আর পাস মার্ক ৩০ এর উপরে পেয়েছে ৮৫ হাজার ৫৮২ জন।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x