শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন

ছুটির লোভে যুক্তরাষ্ট্র লিগে খেলতে চান নেইমার

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

জলাতান ইব্রাহিমোভিচ, ওয়েইন রুনি, ডেভিড বেকহামদের মত ক্যারিয়ারের পড়ন্ত বয়সে যুক্তরাষ্ট্রের লিগে খেলতে চান ব্রাজিল ও পিএসজি তারকা নেইমার। সম্প্রতি ফেনোমেনোস পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইচ্ছা প্রষোণ করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

নেইমারের বয়স এখন ত্রিশের কোটায়। ইনজুরির কারণে অধিকাংশ সময়ই থাকতে হচ্ছে মাঠের বাইরে। পিএসজির সঙ্গে তাঁর চুক্তি ২০২৫ সাল পর্যন্ত। অবসরের আগে যুক্তরাষ্ট্রের ফুটবল উপভোগ করতে চান নেইমার। ফেনোমেনোস পডকাস্টে তিনি বলেন, ‘জানি না আমি আবার ব্রাজিলের কোনো ক্লাবে ফিরে যাব কিনা। এটা নিয়ে সন্দেহ আছে। যুক্তরাষ্ট্রের লিগে খেলতে পারলে ভালো লাগবে আমার। সেখানে অন্তত একটা মৌসুমের জন্য হলেও খেলতে চাই আমি।’

ইউরোপিয়ান লিগের চেয়ে যুক্তরাষ্ট্রের লিগ কম সময়ে শেষ হয়। তাই সেখানে গেলে বেশি ছুটি পাবেন নেইমার। ‘প্রথমত, তাদের মৌসুম কম সময়ে শেষ হয়। তাই আমি তিন মাসের ছুটি পাব।’ তবে কবে নাগাদ অবসর নিবেন সেটা জানাননি নেইমার। মানসিকভাবে অবসন্ন হওয়ার আগ পর্যন্ত খেলে যাবেন বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x