শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন

ঝালকাঠিতে স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার উদ্বোধন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠির রাজাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার ও একটি নতুন এম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে স্থানীয় এমপি বজলুল হক হারুন উপস্থিত থেকে এগুলো উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বজলুল হক হারুনের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন, ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সঞ্জিব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আবুল খায়ের মাহমুদ, অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম বারি খান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম খলিফা, সাবেক সাধারণ সম্পাদক রাজাপুর উপজেলা ছাত্রলীগ আবদুল্লাহ আল হাসান বাপ্পি প্রমূখ।
প্রসঙ্গত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৫১ বছর পরে এই প্রথম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবুল খায়ের মাহমুদ এর প্রচেষ্টায় অপারেশন থিয়েটার চালু হতে যাওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। উপজেলার নিম্ন আয়ের মানুষের অপারেশনের প্রয়োজন হলে তারা স্থানীয় ক্লিনিকে গিয়ে অপারেশন করাতো। যাতে তাদের বিল মিটাতে পোহাতে হতো অনেক ঝামেলা। কেউ ধারদেনা করে, কেউবা আবার এনজিও থেকে ঋণ নিয়ে ক্লিনিকের বিল মিটাতো।
স্থানীয় পারভেজ খান বলেন, অপারেশন থিয়েটার চালু হওয়ায় গরিব মানুষের ভোগান্তি কমে যাবে। অর্থের কারনে চিকিৎসা নিতে এখন আর কেউ বিলম্ব করবেনা। আমরা ডাঃ আবুল খায়ের মাহমুদ স্যারের প্রতি কৃতজ্ঞ।
এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x