শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

তেতুলিয়ার তিরনই হাট-চুটচুটিয়াগছ আগুনে বসতবাড়ি গবাদি পশু পুড়ে ছাই!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

Exif_JPEG_420

তেতুলিয়ার ২ নং তিরনই – হাট ইউপির চুটচোটিয়া গছ গ্রামের বাসিন্দা জমারুলের (৫৫) ৮ সদস্যের পরিবারে থাকার ঘর গবাদি পশু, আগুনে পুড়ে ছাই হয়েছে। পশুর মধ্যে রয়েছে দুটি গরু দুইটি ছাগল হাস মুরগী নগদ টাকা,ধান,চালসহ আগুনে পুড়ে সব কিছু ভুস্মভূত হয়েছে। এ ঘটনাটি বৃহস্পতিবার রাত ১১ টা সময়ে বসতবাড়িতে আগুনের সুত্রপাত হয়।

আগুনের খবর পেয়ে তাৎক্ষনিক- উপজেলা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রন করলেও ক্ষয় ক্ষতির হাত থেকে– তেমন রক্ষা করতে সক্ষম হয়নি বলে জানিছেন।চুটচোটিয়া গ্রামের বাড়ির মালিক জমিরুল ইসলাম ডলু(৫৫) জানান, আগুনের সুত্রপাত রান্না ঘর থেকে- রাত ১১টা টা,ক্ষয়ক্ষতি পরিমান-প্রায় ৩ লাখ টাকা মত তিনিসহ বসতবাড়িতে ৮ সদস্যে পরিবারে বসবাস করে আসছে।সে সময়ে রাতে পরিবারের সবাই নিদ্রিত ছিলেন,।

এব্যাপারে-আজ শুক্রবার সকালে তিরনই- হাট ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙীর আলম জানান, তিনি পরিদর্শন করেছেন।
জমিরুল পেশায় দিনমুজুর এ পর্যন্ত প্রশাসনের কেউ কোন খোঁজখবর নেয়নি।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x