শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন

দেখে আসি মাউন্ট এভারেস্টের দৃশ্য

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

মাউন্ট এভারেস্ট নিয়ে অনেকেরই কৌতহল আছে। দূর থেকে দেখার বা কোন গণমাধ্যমেও দেখার সুযোগ হয়নি অনেকের। আবার অনেকে ট্র্যাক করতে গিয়েও শেষ করতে পারেননি বলে থেমে গেছেন। শেষ পর্যন্ত পৌঁছাতে পারেননি তাদের কাছে পর্বতের শিখর অন্যরকম বিষয়। তবে সেই বিষয়টি এখন আর অজানা নয়। সোশ্যাল মিডিয়ার বদৌলতে পর্বত চূড়ার অজানা দৃশ্য এখন উপভোগ করছেন সাধারণ মানুষও।

গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এভারেস্টের শিখরের দৃশ্য। একজন পর্বতারোহী এভারেস্ট জয় করে সেই চরম মুহূর্ত ক্যামেরা বন্দি করেন। পরে সেই দৃশ্য ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

ওই ভিডিওতে দেখা যায়, ট্র্যাকিং গ্রুপের একজন পর্বতারোহী মাউন্ট এভারেস্টের দৃশ্য ক্যামেরা বন্দি করছেন। আর এই ভিডিও দেখে বোঝাই যাচ্ছে তারা সফল হয়েছেন এভারেস্টের চূড়ায় পৌঁছাতে।

 

ভিডিওটি টুইটারে পোস্ট করেন ড. অজয়িতা। তিনি হরাইজন হেলথ অ্যান্ড এডুকেশন ট্রাস্টের পরিচালক। ‘বিশ্বের শীর্ষ থেকে একটি দৃশ্য। মাউন্ট এভারেস্ট।’ ক্যাপশন দেওয়া ভিডিও পোস্ট করা মাত্রই ৩৫ হাজার মানুষের কাছে পৌঁছে যান অজয়িতা।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x