শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন

দৌলতপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২

নিউজটি শেয়ার করুন

মানিকগঞ্জের দৌলতপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত হচ্ছে। শনিবার (২৬ মার্চ) ভোরে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

দিবসটিতে সকাল সাড়ে ৬টায় দৌলতপুর উপজেলা চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরুল হাসান ,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম রাজা, থানা ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন,স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন,বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা কৃষক লীগ,উপজেলা যুবলীগ,উপজেলা ছাত্রলীগ, দৌলতপুর প্রেসক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ।

এরপর সকাল সাড়ে ৮টায় উপজেলার চত্বরের মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অভিবাদন ও কুচকাওয়াজে অংশ নেন। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু করেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরুল হাসান,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম রাজা, দৌলতপুর থানা ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন ।

এরপর উপজেলা হলরুমে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.এম নাঈমুর রহমান দুর্জয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারমান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, উপজেলা আওয়ালীগের সভাপতি এ্যাডঃ আজিজুল হক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরুল হাসান।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x