শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

নতুন বছরে ক্লাস বাড়ানো হচ্ছে না

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তবে ক্লাস এখনো পুরোপুরি শুরু করা হয়নি। জানুয়ারি থেকে সেটি হওয়ার চিন্তা থাকলেও সরকার সেটি থেকে ফিরে আসছে। নতুন বছরে ক্লাস বাড়ানো হচ্ছে না। বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বছরে ক্লাস বাড়ানোর পরিকল্পনা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেছেন, প্রথমে যখন অবস্থা খুব ভালো ছিল, তখন ওমিক্রনের কথা শোনা যায়নি। এ জন্য নতুন বছরের ক্লাস বাড়ানোর পরিকল্পনা নিয়েছিলাম। এ মুহূর্তে পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের চেয়ারম্যান সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x