শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন

নারী কর্মকর্তা ও কর্মচারিদের পক্ষ থেকে খুবির প্রথম মহিলা উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

নিউজটি শেয়ার করুন

গতকাল ২১ ই অক্টোবর ২০২০ বেলা সোয়া ১ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রথম নারী উপ- উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা কে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের নারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময়ে উপস্থিত ছিলেন প্রধান চিকিৎসা কর্মকর্তা( ভারপ্রাপ্ত) ডাঃ কানিজ ফাহমিদা , সহকারী রেজিস্ট্রার অলোকা রানী দাস, মোছাঃ গুলশান আরা, সংস্থাপন -৩ শাখা প্রধান উপ রেজিস্টার বেগম সামছুন্নাহার শিমুল, উপ – রেজিস্ট্রার আফরীন জাহান, নাহিদা পারভীন, নার্গিস সুলতানা, সাইদা আক্তারসহ সকল নারী কর্মকর্তা ও কর্মচারী। এ প্রসঙ্গে তারা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীর ক্ষমতায়নে অব্যাহত অবদান রেখে চলেছেন।তারই ফলশ্রুতিতে এ বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান আমাদেরকে প্রেরণা যুগিয়েছে।নবনিযুক্ত উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সকল নারী কর্মকর্তা ও কর্মচারিদের প্রতি ধন্যবাদ জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির সোপানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x