বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

নীলফামারীর মাঝপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

নীলফামারী সদরের সোনা রায় ইউনিয়ন মাঝাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব-১৩। শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। এ সময় পুলিশও আশপাশে অবস্থান নিয়েছে।

জানা গেছে, রংপুর থেকে বম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম নীলফামারী সদরের ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে জানান, আমরা এখনও বাড়ি মালিকের নাম জানতে পারিনি। আমাদের চৌকস টিম এখানে অবস্থান করছেন। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট রয়েছে বলেও তিনি জানান।

এমন ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকাবাসি বলছেন, যদি সত্যি জঙ্গি থাকে! তবে কি ভয়াবহ অবস্থা! আমরা এতোদিন জঙ্গিদের সঙ্গে বসবাস করেছি। আর যদি না থাকে তাহলেতো ভালোই। সরকার দেশ থেকে জঙ্গি নির্মূলে অনেক কাজ করেছে। আশা করি এখানে থাকলেও সব ঠিক হয়ে যাবে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x