বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

বাংলাদেশিসহ মালেশিয়ায় ৯৫ জন আটক

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

অবৈধ অভিবাসী ধরপাকড় অব্যাহত রেখেছে মালেশিয়া সরকার। প্রায় প্রতিদিনই কোন না কোন দেশের নাগরিকদের আটক করা হচ্ছে। দালাল এবং নিজেদের ভুলে এখন আতঙ্কে সময় কাটাচ্ছেন বিদেশী প্রবাসীরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে টানা তিন ঘণ্টার অভিযানে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫২ জন পুরুষ ও ৪৩ জন নারী রয়েছেন।

জানা যায়, দেশটির জালান দেওয়ান সুলতান সুলাইমান-১ এর পাঁচতলা দোকানঘরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ। তবে বৈধ কাগজপত্র থাকায় ১৫০ জন অভিবাসীর ৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়।

কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন জানিয়েছেন, আটকরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক।

জানা যায়, যাদের আটক করা হয়েছে, তাদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র নেই। আটকরা অধিকাংশই নির্মাণশ্রমিক, কেউ কেউ ব্যবসায়ী।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x