শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

ব্যর্থতা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০

নিউজটি শেয়ার করুন

সমাজের তৈরী করা রাস্তায়
সফলতার সাথে তাল মিলাতে
যখন ব্যর্থ হলাম
তখন তোমাদের সমাজ
আমাকে ধিক্কার দিলো
হ্যাঁ হ্যাঁ ধিক্কার!

আমার স্বপ্নগুলো দুমড়ে মুচড়ে
ভাঙা কাচের টুকরোর মতো
টুকরো টুকরো হয়ে গেলো।

তখন তোমাদের সমাজ
আমার ব্যাথার তীব্রতাকে
অট্টহাসির খোরাকে রূপান্তরিত করলো
হ্যাঁ হ্যাঁ অট্টহাসির খোরাক!

কী ভাবছো ভুলে গেছি আমি
ভুল ভাবছো!
তোমার সমাজের দেওয়া প্রতিটি
আঘাতকে সযত্নে তুলে রেখেছি।

তোমার সমাজের তৈরী করা ব্যর্থতা
আমাকে নষ্ট করতে পারেনি
পারেনি বাধ্য করতে সুইসাইডের
আত্নকুঁড়েই আশ্রয় নিতে।
তোমার সমাজের অট্টহাসির খোরাককে
শক্তি রূপে গ্রহণ করেছি।

জ্বলে উঠবো আমিও একদিন
তোমার সমাজের অট্টহাসি
আমিও হাসবো একদিন।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x