বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন

ব্যাডমিন্টনে এবার নতুন সমস্যার সৃষ্টি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

যত সময় যাচ্ছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন তত জটিল হচ্ছে। আজ (সোমবার) নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন পত্র সংক্রান্ত দুটি অভিযোগপত্র এসেছে। একটি সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদারের মনোনয়নপত্রে সমর্থকের স্বাক্ষর সংক্রন্ত আরেকটি সদস্য পদে প্রার্থীর অনুমতি ব্যতিরেকে প্রার্থীতা সংক্রান্ত। বিকেল তিনটার দিকে ইমেইলের মাধ্যমে নির্বাচন কমিশন দু’টি চিঠি গ্রহণ করে।

জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা ও ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার নিয়াজুল হাসান বলেন, ‘আমরা একটি চিঠি পেয়েছি যেখানে উল্লেখ রয়েছে কবিরুল ইসলামের সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্রে সমর্থক হিসেবে সমর্থনকারীর স্বাক্ষর নিজের ছিল না। আরেকটি চিঠি পেয়েছি প্রার্থীর অনুমতি ব্যাতিরেকে তার জন্য মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়া হয়েছে।’

এই দুইটি বিষয় নিয়ে আগামীকাল সকালে নির্বাচন কমিশনার শেখ হামিম হাসানের নেতৃত্বে নির্বাচন কমিশন শুনানি করবে। এতে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ডেকেছে নির্বাচন কমিশন। জাতীয় ক্রীড়া পরিষদে আগামীকাল সকাল ১১ টা-২ টা পর্যন্ত হবে এই শুনানি।

 

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x