শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন

ব্রাজিল-আর্জেন্টিনা বন্ধ ম্যাচ: খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলের মাঠ খেলা শুরু। পাঁচ মিনিট পর হঠাত বন্ধ করে দেওয়া হয় খেলা। মাঠে নেমে পড়েন ব্রাজিলের নিরাপত্তা কর্মীরা ঘটান এই কাণ্ড! তখন আর্জেন্টিনার চার খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, ভ্রমণের তথ্য গোপন করার। যদিও দুদিন তারা ছিলেন ব্রাজিলে, খেলতে নেমেছিলেন ম্যাচও। এরপর হুশ ফেরে ব্রাজিলের কর্মকর্তাদের। এমন পরিস্থিতিতে বন্ধ করে দেয়া হয় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি।

এই ম্যাচটি কি আবার হবে নাকি সব পয়েন্ট দেওয়া হবে আর্জেন্টিনাকে, এমন আলোচনা ছিল। ব্রাজিল-আর্জেন্টিনার আলোচিত ম্যাচটি নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছে ফিফা। ম্যাচটা হবে আবার, নিষেধাজ্ঞা এসেছে আর্জেন্টিনার ফুটবলারদের ওপর। ফিফার এমন সিদ্ধান্তে সন্তুষ্ট নয় আলবিসেলেস্তেরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই সিদ্ধান্তে ব্যাপারে আপিলের কথা জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ে।

সোমবার এক বিবৃতিতে ফিফা নিজেদের সিদ্ধান্ত জানায়। ব্রাজিল-আর্জেন্টিনার এ মহারণ কবে মাঠে গড়াবে সে কথা জানানো হয়নি সেই বিবৃতিতে। তবে নতুন ঘোষণা অনুসারে ব্রাজিল হারিয়েছে ম্যাচটা আয়োজন করার দায়িত্ব। ফিফা জানিয়েছে, ম্যাচটা অনুষ্ঠিত হবে নিরপেক্ষ এক ভেন্যুতে। সেই ম্যাচ নিয়ে ঘোষণা এখানেই শেষ নয়। ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দেশের ফেডারেশনকেই জরিমানার মুখে পড়তে হয়েছে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x