শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

মেডিকেলে ভর্তির জন্য ইউএনও’র ৩০ হাজার টাকা প্রদান

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

নিউজটি শেয়ার করুন

কেশবপুরের হত দরিদ্র পরিবারের সন্তান ইমামা ইসলাম ইমার মেডিকেলে ভর্তি ও আনুসঙ্গিক খরচ বাবদ ৩০ হাজার টাকা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে ইমামা ইসলাম ইমার হাতে মেডিকেলে ভর্তি ও আনুসঙ্গিক খরচ বাবদ ৩০ হাজার টাকার চেক তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

এসময় উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান, সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান জি এম গোলাম মোস্তফা বাবু, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,কেশবপুর পৌরসভার বায়সা গ্রামের দোকান শ্রমিক হত দরিদ্র রফিকুল ইসলাম মায়ার মেয়ে ইমামা ইসলাম ইমা রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও অর্থের অভাবে তার মেডিকেলে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x