শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

রেলওয়ে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের জন্য পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

গতকাল সোমবার (১০ জানুয়ারি ২০২২) কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন রেলওয়ে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে রাইটা মৌজা পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মোঃ দিদার আহম্মদ বিপিএম, পিপিএম-সেবা। তিনি সরেজমিনে পায়ে হেঁটে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বরাদ্দকৃত ১৩৬.৭২ একর ভূমিতে রেলওয়ে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের জন্য পরিদর্শন করেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথাবার্তা বলেন।

পরবর্তীতে তিনি দুপুরে পুলিশ সুপার কুষ্টিয়ার সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট অফিসারদের সাথে রাইটা মৌজায় রেলওয়ে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন সংক্রান্তে এক আলোচনা সভা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, মোঃ মোরশেদ আলম, অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রেলওয়ে হেডকোয়ার্টার, মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার কুষ্টিয়া, মোঃ শাহাব উদ্দিন পুলিশ সুপার, পাকশী রেলওয়ে জেলা, মোঃ রবিউল ইসলাম, পুলিশ সুপার, খুলনা রেলওয়ে জেলা, মোঃ জাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, কুষ্টিয়া, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, কুষ্টিয়া, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোহাম্মদ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোহাম্মদ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স), মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), মোঃ মুজিবুর রহমান, অফিসার ইনচার্জ, ভেড়ামারা থানা এবং ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান প্রমুখ।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x