শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

লঞ্চে আগুন: নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পঞ্চম দিনে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে সুগন্ধা নদীতে লাশটি ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে আগুন লাগে।এতে এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

তিনি জানান, স্থানীয়রা সুগন্ধা নদীর মাঝখানে একটি লাশ ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আমরা ডিউটি থাকা অবস্থায় সাড়ে ৮টায় লাশটি উদ্ধার করে লঞ্চ টার্মিনালে নিয়ে এসেছি। তার বয়স আনুমানিক ৩২ বছর। তার গায়ে কালো রঙের গেঞ্জি, কালো জিন্স প্যান্ট ও পায়ে মোজা পরা ছিল।
তবে লাশের মুখ অগ্নিদগ্ধ ছিল।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x