বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন

শৈলকুপায় অপহরণ নাটকের অভিযোগ প্রতিপক্ষের

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষদের ফাঁসাতে অপহরণ নাটক সাজিয়ে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার ভুক্তভোগী পরিবারগুলো সুষ্ঠু তদন্ত দাবি করে সংবাদ সম্মেলন করেছে। আজ রবিবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নাসির উদ্দিন মিয়া পলাশ নামে এক ভুক্তভোগীর স্বজন। ভুক্তভোগীর স্বজন অভিযোগ করে বলেন, শৈলকুপার কাঁচেরকোল এলাকার মনিরুজ্জামান মনির এলাকায় মানুষকে অতিষ্ঠ করে আসছে। বিভিন্ন সময় এলাকার ব্যবসায়ীদের ভয় দেখিয়ে চাঁদাবাজিসহ ক্ষমতার দাপট দেখিয়ে আসছেন তিনি। তার এসবের প্রতিবাদ করে বাজারের কয়েকজন। এতে ক্ষিপ্ত হয়ে গত ৩ ফেব্রুয়ারি ধাওড়া গ্রামের পাশে নাটকীয়ভাবে পড়ে থাকেন তিনি। এরপর তাকে অপহরণ করা হয়েছে বলে নাটক সাজান মনির। এ ব্যাপারে মনিরুজ্জামান মনির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অপহরণ করা হয়েছে কি না, তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x