বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

হবিগঞ্জের কৃষকরা দিশেহারা, পানির নিচে ৫০০ একর জমির ধান

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জের কৃষকরা এখন দিশেহারা দিন পার করছে। কি করবে বুঝে উঠতে পারছে না কেউ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন হাওরের প্রায় ৫০০ একর জমির ধান তলিয়ে গেছে। আরও কয়েকশ একর জমির ধান তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন কৃষকরা। ফলে তাদেরকে আধাপাকা ধান কাটতে হচ্ছে। দ্রুত ধান কাটার জন্য শ্রমিকও পাওয়া যাচ্ছে না।

যে জমির ধান আগে এক হাজার টাকায় কাটতে শ্রমিকরা আগ্রহী হয়ে উঠতো, পানি বেড়ে যাওয়ায় সেই জমির ধান এখন তিন হাজার টাকা দিয়ে কাটতে হচ্ছে। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়ছেন কৃষকরা।

স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে হঠাৎ করে উজান থেকে হাওরগুলোতে পানি আসতে শুরু করেছে। দুই দিনে লাখাই উপজেলার স্বজন হাওরে অব্যাহত পানি বৃদ্ধি পাওয়ায় সোমবার বিকেল পর্যন্ত ৫০০ একর জমির ধান তলিয়ে গেছে। আরও কয়েকশ একর জমির ধান রাতের মধ্যেই তলিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় স্থানীয় কৃষকরা জমির আধাপাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x