মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

হে প্রিয়

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১

নিউজটি শেয়ার করুন

হে প্রিয় তুমি তো আমার বসন্তের সেই রঙিন ফুল,

যা আমার সাদা কালো জীবনের প্রতিটি স্তরকে রঙিন আভায় রাঙিয়ে দিয়েছো।

হে প্রিয় তুমি তো আমার কুয়াশায় ঢাকা সকালের সেই মিষ্টি উষ্ণতা,

যা আমার তুষারশুভ্রে ঢাকা পড়া হৃদয়কে উষ্ণতা দিয়ে জাগিয়ে তুলেছো।

হে প্রিয় তুমি তো আমার পাকা ধানের সেই সোনালী আমেজ,

যা আমার নিস্তেজ হৃদয়কে আনন্দের বানে ভাসিয়ে তুলেছো।

হে প্রিয় তুমি তো আমার নীল আকাশের নিচে সেই কাশবন,

যা আমার অশান্ত মনের শান্ত হওয়ার ঔষধ হয়ে আছো।

হে প্রিয় তুমি তো আমার বৃষ্টির সেই অমূল্য বিন্দুকণা,

যা আমার তৃষ্ণার্ত হৃদয়কে শীতল করেছো।

হে প্রিয় তুমি তো আমার কালবৈশাখীর সেই সর্বনাশী ঝড়,

আমার শরীরের প্রতিটি স্পন্দে স্পন্দে ভালবাসার ঝড় উঠিয়ে সব তছনছ করে দিয়েছো।

 

“ভালোবাসা হলো ঠিক নীল আকাশের মতো সত্য,

শিশির ভেজা ফুলের মতো পবিত্র কিন্তু সময়ের কাছে পরাজিত

এবং বাস্তবতার কাছে অবহেলিত”

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x