সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪০ পূর্বাহ্ন

আসন্ন কুষ্টিয়া পৌর নির্বাচন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভায় আজগর আলী

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

নিউজটি শেয়ার করুন

আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে সুধীজনের সমর্থনে গতকাল বিকালে আলফা মোড়ে নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, তিনি বলেন দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়া পৌরসভায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যায় রয়েছে পৌরবাসী। তাছাড়াও প্রথম শ্রেণীর পৌরসভা হিসাবে নেই কোন বর্জ ব্যবস্থাপনা, রাস্তায় নেই পর্যাপ্ত আলো ও ড্রেনেজ ব্যবস্থা। দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। পৌরবাসী এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়িয়েছে। তার প্রমাণ আজকে এই হাজারো জনতার উপস্থিতি। পৌরসভার যে জায়গাতেই আজগর আলীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে সেখানেই জনতার ঢল নেমেছ। পৌরবাসী পরিবর্তন চায়। জনগনের চাওয়াকে আমি প্রধাণ্য দিয়ে আপনাদের সামনে পৌরসভা কে পারসেন্ট মুক্ত করবো। আগামী নির্বাচনে আমাকে নৌকা প্রতীক দিলে আপনারা আমাকে ভোট দিয়ে কুষ্টিয়া পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা গঠনের সহযোগিতা করুন। প্রথম মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সকল নেতৃবৃন্দ ও সুধীজনেরা স্থানীয় সুধীজনরা বলেন তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করে আগামী পৌর নির্বাচনকে সামনে রেখে আমরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী কে আগামী পৌর নির্বাচনে কুষ্টিয়া পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে দেখতে চাই আমরা।অপূর্ণ কাজকে পূর্ণতা ফিরিয়ে আনবে বলে আমরা মনে করি। ২য় নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সন্ধ্যা ছয়টায় হাউসিং সি ব্লক পুকুরপাড়াতে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খানের,উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী সেলিনুর রহমান । যুগ্ন আহবায়ক সদর উপজেলা স্বেচ্ছা সেবক লীগের আবু তৈয়বুর, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আসাদুল হক গফুর সহ, উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি এর সাংবাদিকবৃন্দ।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x