১৯৮৪ সালে “মই মার্কায়” ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার নাম প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল মালেক সাহেব (মেম্বার, গ্রাম কাগৈয়া)। তার সাথে একান্ত আলাপকালে তুলে ধরেন নানান কথা।
তিনি বলেন, আমি (আব্দুল মালেক) মুদাফফরগঞ্জ বাজার, চিকুনিয়া গ্রাম, খাতাপাড়া, ধানকুইয়া, চৌরাইশ, মসন্দপুর, নাগঝাটিয়া, নোয়াকান্দি, জনার্দ্দন পুর, ফুলহরা, কাগৈয়া গ্রামগুলি নিয়ে নির্বাচন করেছিলাম।
জানা যায়, তৎকালীন সময়ে তিনি বিপুল ভোট পেয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। নিঃস্বার্থভাবে জনগণের কল্যাণে কাজ করেছিলেন। বর্তমান সময়ে তিনি একজন সাদা মনের মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত।