শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

১৫ হাজার অভিবাসী আটক করলো সৌদি সরকার

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

উপার্জনের জন্য দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান প্রবাশীরা। কারো ভাগ্য সহায় হয়তো কারো হয় না। এমনভাবেই কেটে যায় জীবন। বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে সৌদি আরব শ্রমিক যায় সবচেয়ে বেশি। তাই বৈধতায় বা অবৈধতায় সেখানে এগিয়ে এই অঞ্চলের মানুষ। সম্প্রতি সেখানে বিভিন্ন দেশের প্রায় পনেরো হাজার অভিবাসী শ্রমিককে আটক করেছে সৌদি সরকার। দেওয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা।

দেশটিতে বার বার শ্রম আইন পরিবর্তনের কারণে অনেক সময় বিপাকে পড়েন প্রবাশীরা। তাই হয়ে যান অবৈধ।

জানা যায়, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে প্রায় সাড়ে ১৫ হাজার অভিবাসীকে আটক করেছে সৌদি আরব।

সৌদি গেজেট রোববার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে জানায়, গত ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালিয়ে ১৫ হাজার ৩৯৯ জনকে আটক করেছে৷

আটকদের মধ্যে সাত হাজার ২৯২ জনকে আবাসন আইন লঙ্ঘন, ছয় হাজার ৩৭৩ জনকে সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন এবং এক হাজার ৭৩৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।

সৌদি আরবে আইনভঙ্গের অভিযোগে ৮৮ হাজার ২৯ জন অভিবাসীকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৭২ হাজার ৭৮৮ জনকে নিজ নিজ দেশের দূতাবাস থেকে বৈধ ভ্রমণ নথি সংগ্রহ করতে বলা হয়েছে। আর ১০ হাজার ১৭ জনকে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x