বুকে হঠাৎ প্রচণ্ড ব্যথা দেখা দেয়ায় বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করানো হয়েছে। দলটির জন্য একের পর এক খারাপ সংবাদই সঙ্গি হচ্ছে। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পর এবার মির্জা আব্বাসকে হাসপাতালে ভর্তি হতে হলো।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় এভারকেয়ারে ভর্তি করানো হয় মির্জা আব্বাসকে। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় এভারকেয়ারে ভর্তি করানো হয় মির্জা আব্বাসকে। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার। একই হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও।