সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৮ পূর্বাহ্ন

চারুগঞ্জে আর্টক্যম্প “ঐতিহ্যের খোঁজে”  

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জ ভিত্তিক প্রতিষ্ঠান ‘চারুগঞ্জ একাডেমি অব ফাইন আর্টস‘ এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প “ঐতিহ্যের খোঁজে” (in search of tradition) অনুষ্ঠিত হয়েছে গত ১৫ ও ১৬ নভেম্বর। আর্ট ক্যাম্পটিতে দেশের ৩২ জন চিত্রশিল্পীরা অংশগ্রহণ করেছেন।

আর্ট ক্যাম্পটির উদ্ধোধন করেন নারায়ণগঞ্জ চারুকলা আর্ট কলেজের প্রিন্সিপাল শিল্পী সামসুল আলম আজাদ এবং উপস্থিত ছিলেন চিত্র শিল্পী মিন্টু দে ও চারুগঞ্জের চেয়ারম্যান আব্দুর রহমান। চারুগঞ্জ একাডেমি অব ফাইন আর্টস এর পরিচালক শিল্পী আরিফুর রাহমান তপুর সমন্বয়ে চারুগঞ্জ একাডেমির ছাত্র-ছাত্রী ও শিক্ষক এবং আমন্ত্রিত অতিথি শিল্পীরা আর্ট ক্যাম্পে অংশগ্রহন করেন। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য  শিল্পী আলাউদ্দিন আহমেদ , শিল্পী মিন্টু দে , শিল্পী ফেরদৌস আরা , শিল্পী কুন্তল বারই এবং শিল্পী এস, এম এহ্সান প্রমুখ ।

১৫ তারিখ নারায়ণগঞ্জ নগরীর শীতলক্ষ্যা নদীর তীরে সোনাকান্দা ঘাটে ও ১৬ তারিখ মুন্সীগঞ্জ নগর কসবায় প্রায় ৪০০ বছরের পুরোনো লক্ষ্মী বাড়িতে অনুষ্ঠিত হয়েছে ।

আর্টক্যাম্পে শিল্পীদের আঁকা শিল্পকর্ম নিয়ে শীঘ্রই একটি দলীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে জানান আয়োজকরা।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x