শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

হাফ পাসের প্রজ্ঞাপন চেয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৮১

নিউজটি শেয়ার করুন

সম্প্রতি রাজধানীর কয়েকটি স্থানে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিয়ে বেশ কয়েকটি ঘটনার পর এবার আন্দোলনে নেমেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরই মধ্যে ঘটে গেছে বেশ কয়েকটি অনাকাঙ্কিত ঘটনা। ভিকারুন্নিসার শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ায় গ্রেপ্তার হতে হয়েছে এক বাসের হেল্পারকে।

এতোসব ঘটনার গত কয়েকদিন ধরে গণপরিবহনে হাফ পাসের জন্য আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আজ প্রজ্ঞাপনের দাবিতে ৪৮ ঘণ্টার সময় বেধে দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বকশিবাজার মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক ইসমাইল বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ পাসের জন্য প্রজ্ঞাপন দিতে হবে। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ২৫ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর নীলক্ষেতে শিক্ষার্থীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এ সময় শিক্ষার্থীরা গণপরিবহনে সব অবস্থায় নারী ও ছাত্রীদের যাত্রা নিরাপদ করার দাবি জানান।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x