শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন

৮ ঘন্টা করে তিনমাস বিমান চলাচল বন্ধ থাকবে শাহজালালে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৮৬

নিউজটি শেয়ার করুন

গত ১০ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে চলতি বছর ১০ ডিসেম্বর থেকে আগামী বছরের ১১ মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত শাহজালালের রানওয়ে বন্ধ থাকার কথা জানিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। এবার সেই সময় আরো বাড়লো। বাড়ানো হলো আরো তিন মাস। সংস্কার কাজের জন্য ২০২২ সালের ১১ মার্চ থেকে আরও তিন মাস ৮ ঘণ্টা বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময়ে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা করবে না এ রানওয়েতে।

গতকাল সোমবার (২২ নভেম্বর) বিমানবন্দরের আন্তর্জাতিক নোটাম অফিসের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, থার্ড টার্মিনালের নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে। ট্যাক্সিওয়ে বানানোর কাজ চলবে রাতে। তাই রাতে রানওয়ে বন্ধ থাকবে।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, প্রতিদিন রানওয়ে বন্ধ থাকলেও বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনো প্রভাব পড়বে না। এসময় জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x