শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

বেড়েছে শীত, ঘন কুয়াশায় ঢাকা হিলি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৬৯

নিউজটি শেয়ার করুন

গত কয়েকদিনের তুলনায় দেশে শীতের দাপট বেড়েছে। শীতের প্রভাব পড়েছে রাজধানী ঢাকাতেও। ফুটপাতে ছিন্নমূল মানুষের শীতে কাবু হতে দেখা গেছে। দেশব্যাপী এই শীতের প্রভাব আরো বেশি। শীতের সঙ্গে বেড়েছে ঘন কুয়াশাও। ঘন কুয়াশার চাদরে মুড়ে আছে দিনাজপুরের সীমান্তঘেঁষা উপজেলা হাকিমপুরের হিলি জনপদ। ভোরে সূর্যোদয় হলেও কুয়াশার কারণে তার মুখ এখনও দেখতে পায়নি হিলিবাসী। টানা চার দিন কুয়াশায় ঢাকা এই এলাকা।

আজ শনিবার (২৭ নভেম্বর) সকাল ৭টা। তখনও হিলির প্রকৃতি ছিল কুয়াশায় ঢাকা। সূর্য মামারও দেখা মেলেনি। তাই সবুজ বৃক্ষরাজিও যেন আজ ধোঁয়াচ্ছন্ন রূপ ধারণ করেছে। শহরের পিচঢালা সড়কগুলো ভিজেছে মুক্তোঝরা শিশির বিন্দুতে। দৃষ্টিসীমা ৫০ গজের মধ্যে নেমে এসেছে।

এদিকে ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপাকে পড়েছেন এলাকার শ্রমিক ও নিম্ন আয়ের মানুষরা। হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x