শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে নির্বাচনি সহিংসতায় তিন জন নিহত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৬২

নিউজটি শেয়ার করুন

জাতীয় নিবার্চনের চাইতে ইউনিয়ন পরিষদ নির্বাচন সব সময় একটু কঠিণ হয়ে যায় নির্বাচন কমিশনের জন্য। সংঘর্ষ আহত ও নিহতের সংখ্যাও থাকে বেশি। স্থানীয় নির্বাচন হওয়াতে রাজনীতি থেকে পারিবারিক এবং কী গোষ্টীগত বিরোধের জেরে এসব আরো বেশি হয়। তৃতীয় ধাপের নির্বাচনেও আহত হয়েছেন অন্তত ২০০ জন। নিহত তিন জন।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগণনার পরে ফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৩ জন নিহত এবং অন্তত ৪ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার রাতে এ সংঘর্ষ হয়। জানা গেছে, সাহাবলি হুসেন (৩৫) এবং মজাহারুল (৪০) নামের দুইজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থল এবং আদিত্য নামে আরো একজন রংপুর নিয়ে যাওয়ার পথে মারা যান। তাদের ববাড়ি ঘিডোব গ্রামে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো ৫ জন। তাদের পীরগঞ্জ ও ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গির আলম বলেন, দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x