শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

বাড়তি বাজারে দাম কমলো ১২ কেজি এলপি গ্যাসের

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৮১

নিউজটি শেয়ার করুন

প্রতিদিনিই কোন না কোন পণ্যের বাড়তি দামে মানুষ হিমশিম খাচ্ছেন। নিত্যপণ্যের বাজার এক কথায় অস্থিরতাকেও ছাড়িয়ে গেছে। দাম বাড়ার তালে করোনার সময় দাম বাড়তে থাকে এলপি গ্যাসের দামও। এবার তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম ৮৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে বিইআরসি এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর ঘোষণা দেয়। আগামীকাল শুক্রবার থেকেই এই দাম কার্যকর করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৫ দশমিক ৯১ টাকা এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ১০২ দশমিক ৩২ টাকায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ২২৮ টাকায় সমন্বয় করা হয়েছে। শুক্রবার থেকেই নতুন এ মূল্য কার্যকর হবে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x